সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ই‌জিবাইকের ধাক্কায় বৃ‌দ্ধের মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক

নগরীর সোনাডাঙ্গা এলাকায় ই‌জিবাই‌কের ধাক্কায় সাখাওয়াত(৮০) নামে এক বৃদ্ধের মৃত‌্যু হয়েছে। সকাল ১০টায় সবুজবাগ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তিনি সবুজবাগ এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোনাডাংগা থানাধীন সবুজবাগ মসজিদের সামনে সকাল সা‌ড়ে ৯টায় বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় সোনাডাঙা থেকে ছুটে আসা ইজিবাইকটি সাখাওয়াত (৮০) কে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ৯/১০ওয়ার্ডে ভর্তি করে করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। মৃতদেহ ময়না তদ‌ন্তের জন‌্য লাশ ঘরে রাখা হ‌য়ে‌ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ই‌জিবাই‌ক চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়‌নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন