দেশের বেশিরভাগ অঞ্চলেই চলছে তীব্র তাপদাহ। বিশেষ করে ঢাকায়। এই গরমে চাতক পাখির মতোই বৃষ্টির অপেক্ষায় নগরবাসী। অথচ সিলেটে বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ নারী দলের খেলা।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত নারী দলের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ নারী দল। স্বাগতিকদের ইনিংসের ১২তম ওভার শুরুর আগেই বৃষ্টি নামে সিলেটে। তাতে এখন খেলা বন্ধ আছে।
বৃষ্টি আসার আগে পর্যন্ত ১১ ওভার খেলা হয়েছে। যেখানে ৫ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই চার হাঁকিয়ে শুরু করা দিলারা আক্তার ভালো শুরুর আভাস দিয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারলেন না। ৬ বলে ১০ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
তিন নেমে দুর্দান্ত ব্যাটিং করছিলেন সোবহানা মোস্তারি। তবে পাওয়ার প্লের শেষ ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ৪ বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর অবশ্য নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু আজ ব্যর্থ হয়েছেন গত ম্যাচে ফিফটি করা অধিনায়ক।
জ্যোতি ফেরার পর ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৬৪ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ৬৯ রান তুলতেই হারায় পঞ্চম উইকেট। এরপরই নামে বৃষ্টি। তাতে বন্ধ আছে খেলা।
খুলনা গেজেট/এমএম