খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে রুকু-নান্নু পরিষদের প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সর্বদলীয় ঐক্যপরিষদ মনোনীত বেগম আক্তার জাহান রুকুকে সভাপতি ও মোল্যা মশিয়ুর রহমান নান্নুকে সাধারণ সম্পাদক প্রার্থীসহ পূর্ণ প্যানেল ঘোষণা করা হয়েছে। আাগামী ২৯ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে প্রচার-প্রচারণা শেষ পর্যায়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সাইফুল-ইকবাল পরিষদের।

আজ বুধবার (২৮ অক্টোবর) বেগম আক্তার জাহান রুকু ও মোল্যা মশিয়ুর রহমান নান্নু পরিষদের প্যানেল প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরিষদের অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি মোঃ আওছাফুর রহমান ও হালিমা আক্তার খানম, যুগ্ম-সম্পাদক মোঃ ফরহাদ আব্বাস, পাঠাগার সম্পাদক সেখ মোঃ মঈন উদ্দীন মারুফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খান মোঃ লিয়াকত আলী, নির্বাহী সদস্য এসএম আনিছুর রহমান, মোঃ আসলাম হোসেন, মোসাঃ খুরশিদা সুলতানা, এ কে বাশার, রুবাইয়া মাহরু, মোসাম্মৎ সাখিয়া খানম, মোল্যা হাবিবুর রহমান।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!