বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

বৃক্ষ নিধন

মো. তাইফুর রহমান

জলবায়ুর পরিবর্তন
সচেতন হও সবে
তাপমাত্রা খুব বৃদ্ধি পাচ্ছে
কী অবস্থা হবে?

অধিকহারে বৃক্ষ নিধন
নয়তো এমন ভালো
বাড়ি সাজাও গাছ লাগিয়ে
দেখবে সুখের আলো।

অক্সিজেন দেয় গাছপালা এই
জানা সবার আছে
বৃক্ষ নিধন চাইনা এমন
দাবি সবার কাছে।

পরিবেশ আজ খুব দূষিত
কষ্টে জীবন কাটে
বিশ্ব চরম হুমকীতে আজ
দুঃখে বুকটা ফাটে।

নির্বিচারে গাছ কাটা হয়
মানছেনা কেউ নীতি
চললে এমন এই ধরাতে
আসবে বড় ভীতি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন