বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র উ‌দ্যো‌গে খুলনা দিবস পালন

গেজেট ডেস্ক

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোলঘেঁষা ও ভৈরব-রূপসা নদী বিধৌত খুলনা জেলার ১৪৩তম জন্ম ‍ছিল বৃহস্পতিবার। ১৮৮২ সালের ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে খুলনার যাত্রা শুরু হয়।

খুলনা দিবস এর ১৪৩ বছর পূর্তি উপলক্ষে ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্য়ায় স্থানীয় একটি রেস্তোরায় সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ ও দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহাববুর আলম সোহাগ। সংগঠনের সহ সভাপতি ওমর ফারুক কচি’র পরিচালনায় শিল্পনগরী খুলনার ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন সৈয়দ আলী হাকিম, সরদার আবু তাহের, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান বাবলু, রকিব ফারাজি, মোঃ আতিয়ার রহমান, রোটাঃ আবেদ হোসেন সোহাগ, মোহাম্মদ শাহজাহান জমাদ্দার, মনির হোসেন, কবি রুহুল আমিন সিদ্দিক, কবি ও পরিবেশবিদ নাজমুল তারেক তুষার, মোঃ ফিরোজ আহমেদ, মীর কাওছার মিজু, মোজাহিদ রহমান ফাইয়াদ, ইঞ্জি: সেলিমুল রহমান আজাদ, রুহুল আমিন মিঠু,জি এম ওমর ফারুক কচি,আরিব আল আহমেদ প্রমুখ ।

খুলনা গেজেট /কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন