বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বটিয়াঘাটায় দেশীয় ওয়ানশুটার গানসহ অস্ত্রধারী আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে অস্ত্রসহ মৃন্ময় রায় (৪৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দৈশীয় তৈরি ওয়ানশুটার গান, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

মৃন্ময় রায় বটিয়াঘাটা থানার গোপালখালি গ্রামের মৃত নির্মল কৃষ্ণ রায়ের ছেলে।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন গোপালখালি সাকিনস্থ গোপালখালি বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মৃন্ময় রায়কে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, একটি মোবাইল এবং ১০ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন