বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় বিআরটিএ’র অভিযান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)  খুলনা সার্কেল অবৈধ যানবাহেনর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। প্রতিষ্ঠানটির সহকারি পরিচালক প্রকোশলী তানভির আহম্মেদ এর সমন্বয়ে শুক্রবার (১৯এপ্রিল) খুলনার ফুলতলা ও ডুমুরিয়াসহ জেলার বিভিন্ন হাইওয়েতে জেলা প্রশাসন, জেলা হাইওয়ে পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে রেজিস্ট্রেশন ফিটনেসবিহীন গাড়ি চালানো অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রুট পারমিট, ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোসহ সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ২৯ টি মামলা ১ লক্ষ ৩৯ হাজার ৫ শ টাকা জরিমানা ও ৬ টি ডাম্পিং করা হয়।

অভিযানে বিআরটিএ খুলনা সার্কেলের মোটরযান পরিদর্শক ইনপেক্টর মোঃ সাইফুল ইসলাম আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন