বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের ৭৫ বছর পূর্তি উদযাপন

গেজেট ডেস্ক

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের (মাধ্যমিক বিদ্যালয়) ৭৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল। উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য, স্কুলের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, চালনা এমএম কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির ও এ বিদ্যাপীঠের প্রাক্তন সিনিয়র শিক্ষক লুৎফর রহমান গাজী।

অনুষ্ঠান উপস্থাপনা করেন হাফিজুর রহমান হালিম ও খানজাহান আলী খানু। সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির আহবায়ক এ প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র স ম রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি এ প্রতিষ্ঠান জাতীয়করণে উদ্যোগ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নোনাপানিমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলার জন্য অতিথিরা সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, সুফি, সাদক আলম শাহ ফকিরের পূণ্যভূমিতে তার পুত্র এএফএম মহিউদ্দিন শাহ-এর হাত ধরে ১৯৪৮ সালের ১ জানুয়ারি এ শিক্ষা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন