বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ফুলবাড়ীগেটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

গেজেট ডেস্ক

খানজাহান আলী থানাধীন ফুলবাড়ি গেট রেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছে । খুলনা রেলওয়ে থানার ওসি মোঃ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা, মহানন্দো ট্রেন চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে সোমবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে।

তিনি বলেন, দৌলতপুর থানা এলাকার মহেশ^রপাশার আলাউদ্দিন (৮৭) ফুলবাড়িগেট রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য গেলে ট্রেনের ধাক্কা খেয়ে নাক ও মুখমন্ডল বিকৃত হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন