বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

দুর্বৃত্তদের হামলার শিকার হাসান পেল প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১ লাখ টাকার চেক

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যোগিপোল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্প পাহারা দিতে যাবার সময় দূর্বিত্তদের হামলার শিকার হন হাসান ফরাজি। দূর্বিত্তদের ছোড়া গান পাউডারে মাথার চুল এবং কানের বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

নির্বাচনের পরে তিনি নবনির্বাচিত খুলনা ৩ আসনের সংসদ এস এম কামাল হোসেন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে আবেদন জমা দেন। সোমবার (১৫এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে এক লক্ষ টাকার চেক ইস্যুর চিঠি হস্তান্তর করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন, এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খান জাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, যোগিপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া রিপন, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স সহ নেতারা।

খুলনা গেজেট /কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন