বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ।

এছাড়া খুলনা জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদে সকাল সোয়া ৮টা এবং সোয়া ৯টায় অনুষ্ঠিত হবে দুটি জামাত।

খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল ৮টায় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়।

সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন আবহাওয়া প্রতিকূল থাকলে টাউন জামে মসজিদে প্রথম জামাত সকাল আটটায়, দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন