নগরীর খানজাহান আলী থানা এলাকার আটরা গিলাতলা ইউনিয়নে কম দামে পণ্য দেওয়ার কথা বলে স্থানিয় মুদি দোকানি জসিম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে এনআইডি কার্ডের ফটোকপি ও মাথাপিছু ১৫০-২০০ টাকা নিয়ে আসছিলেন। সোমবার (০৮ এপ্রিল) সকাল থেকে আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয়ে সকলের কাছ থেকে নগদ ৭০০ টাকা নিয়ে আটা, সয়াবিন তেল , চিনি ডিটারজেন্ট পাউডার বিক্রি শুরু করে। এ সময় ক্রেতারা পণ্যের গায়ে মেয়াদ উর্ত্তীন দেখতে পান। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে গেলে প্রতারিতরা ঐক্যবদ্ধভাবে ডিলারকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা সেখানে গেলে তারা দুর্ব্যবহারের শিকার হন। এমন কী প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের নাম ব্যবহার করে হুমকি দেয়া হয়। এক পর্যায়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়াদ উর্ত্তীন মালামাল থানায় নিয়ে যান। প্রতারণার এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
খানজাহান আলী থানার এসআই পীযুষ বলেন, এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরকে জানানো হয়েছে। তারা সরেজমিনে এসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সরকার যখন সাধারণ মানুষকে নায্যমূল্যে পণ্য দেওয়ার জন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করছে। ঠিক তখনই একটি চক্র সরকারের মহৎ উদ্যোগকে বানচাল করতে নানামুখী কৌশল অবলম্বন করে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছে।
খুলনা গেজেট/কেডি