“খুলনা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ইফতার মাহফিল” এই নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার এক সপ্তাহ পর বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। পরে বিবৃতি দিয়ে সংঠনের নেতারা বলছেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো শাখা নেই।
গতকাল ৩০শে মার্চ (শনিবার) সংগঠনটির খুলনা মহানগর শাখার সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, গত ২২ মার্চ শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় মাঠে ইফতার আয়োজনের একটি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে অস্বস্তিবোধ করছে সেজন্য এর ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বোধ করছি।
বিবৃতিটিতে আরো বলা হয়েছে,সেদিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে নগরের বিভিন্ন স্পটে ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়। ইফতার বিতরণ পরবর্তী খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে খুলনা মহানগর ও উপস্থিত নেতৃবৃন্দ সংক্ষিপ্ত পরিসরে ইফতার করেন। যা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পেইজ থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা বিশ্ববিদ্যালয় শাখার ইফতার মাহফিল হিসেবে পোস্ট হয়।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রশাসন যোগাযোগ করলে আমাদের তা দৃষ্টিগোচর হয়। অতঃপর কেন্দ্রীয় প্রচার বিভাগে অবহিত করলে কেন্দ্রীয় পেইজে তা সংশোধনী আনা হয়। অনাকাঙ্ক্ষিত এই তথ্য বিভ্রাটের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।
উল্লেখ্য গত ২২শে মার্চ (শুক্রবার) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সংগঠনটির ফেসবুক পেইজ এ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর খুলনা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানের ছবিসহ পোস্ট করা হয়। অরাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে এমন ফেসবুক পোস্ট সামনে আসার পর ক্ষোভ প্রকাশ করেন খুলনা বিশ্ববিদ্যালয় বর্তমান, প্রাক্তন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
খুলনা গেজেট/এইচ