বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় ক্লাইমেট কৃষি প্রযুক্তি টাওয়ার ও বস্তা পদ্ধতির মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় “কৃষিই সমৃদ্ধি” শ্লোগানকে সামনে রেখে “ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২১ মার্চ) ঘাটভোগের গোয়ালবাড়ির চরে ক্লাইমেট কৃষি প্রযুক্তিতে টাওয়ার ও বস্তা পদ্ধতির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সুবীর কুমার বিশ্বাস বলেন, বাসা বাড়ির আঙ্গিনায় টাওয়ার ও বস্তা পদ্ধতিতে চাষাবাদ করলে আর্থিকভাবে লাভবান হবে। পতিত জায়গাগুলো আবাদের আওতায় আসবে। লবণাক্ত অঞ্চলে এই পদ্ধতিতে চাষ করলে সুফল পাওয়া যাবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আলী হাসান।

উপসহকারী কৃষি কর্মকর্তা মুজাহিদুর রহমানের পরিচালনায় ইউপি সদস্য শফিকুল ইসলাম ফকিরের সভাপতিত্বে বক্তৃতা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার, নীতিশ কুমার। এ সময় আরো অনেক কৃষক উপস্থিত ছিলেন।

মাঠ দিবস শেষে উপ-পরিচালক সুবীর কুমার বিশ্বাস ও উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম সংশ্লিষ্ট ব্লকের এসএএও মুজাহিদুর রহমানের সার্বিক সহোযোগিতায় নাদের আলী ভূঁইয়ার রসুনের প্রদর্শনী, মোহাম্মদ শিকারির সূর্যমুখীর ক্ষেত, লিলি রায়ের মরিচ+কুমড়ার প্রদর্শনী পরিদর্শন করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন