খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  হেলিকপ্টার দূর্ঘটনায় নিঁখোজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি
  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা

খুকৃবি’র শিক্ষক সমিতি নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক 

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে শিক্ষক সংগঠন নীল দল মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। কমিটির সভাপতি পদে ড. মো. আসাদুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ আশিকুল আলম পূনরায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২০ মার্চ) নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী না থাকার কারনে সোমবার (১৮ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার কিশোর কুমার টিকাদার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি বিদ্যুৎ মাতুব্বর, যুগ্ম-সম্পাদক দেবাশীষ পন্ডিত; যুগ্ম-সম্পাদক রাকিবুল হাসান মো. রাব্বি; কোষাধ্যক্ষ অঙ্কুর চৌধুরী; গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক হুমায়রা ইয়াসমিন; ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক ড. জেসমিন আরা; মহিলা বিষয়ক সম্পাদক মীর রিফাত জাহান উষা; সমাজকল্যাণ সম্পাদক কাজী মৌসুমি আক্তার। এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন- আফসানা ইয়াসমিন, প্রসেনজিৎ সরকার, রাসমিয়া সুলতানা, পূজা রায়, মোছাঃ সাবিনা আলিম।

ফলাফল ঘোষণার পরপরই ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেত্রীবৃন্দ।

নব-নির্বাচিত কমিটির সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক বলেন, এই শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক ড. মো. আশিকুল আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বিশ্ববিদ্যালের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালের স্থায়ী ক্যাম্পাস গঠনে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!