বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

কুয়েটের ইইই বিভাগের সহকারী অধ্যাপক সাফিউল ইসলামের ই‌ন্তেকাল

গেজেট ডেস্ক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাফিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। তিনি মোঃ সাফিউল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মোঃ সাফিউল ইসলাম আজ ১৩ মার্চ রাত সাড়ে ৩টায় পঞ্চগড়স্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি বেশ কিছুদিন যাবৎ মস্তিস্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, শিক্ষক সমিতি, ইইই বিভাগ মোঃ সাফিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন