খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

একটি সবুজ ঝুল-বারান্দায়

মোঃ ফিরোজ হোসেন

শরতের শুভ্রতার মেঘ ছুঁয়ে একদিন
ঝিরঝিরে ভেজা ভেজা হাওয়া এলো বারান্দায়
নরম স্পর্শে উৎফুল্ল, ভেসে গেল দেহ-মন
একটি খোলামেলা সবুজ ঝুল-বারান্দায়
একটি গন্ধরাজের সাদা ফুল অভিবাদন জানালো
ভালোবেসে আলিঙ্গন করল-
নানা বর্ণের সূর্য গোলাপ – লাল, হলুদ, গোলাপি, সাদা
দু-ঠোঁটের মোহমুগ্ধ আলতো হাসির মাধুরী ছড়িয়ে-
নীল বুকে অপরাজিতা বেদনা লুকালো
হেলে দুলে পাথরকুচি, তুলসী, পাতাবাহার, রজনীগন্ধা
কালো গোলাপ, চন্দ্রমল্লিকা, হাসনাহেনা
বিবিধ লতা-গুল্মের
বাহারি অভ্যর্থনায় ভিজে গেলাম

অকৃপণ উদার এক সবুজ ঝুল-বারান্দা হতে
দৃষ্টি নেমে গেল সম্মুখের পিচঢালা পথে
গতিময় যন্ত্রযানের শব্দজটে মহাব্যস্ত রাজপথ
হঠাৎ ঝাপটা দিল মুখে – সিসাযুক্ত দুর্বিনেয় দূষিত বাতাস
আয়েশি ভঙ্গিতে ব্যঙ্গ করে নগর সভ্যতা
নির্দয় হাতে নিষ্পেষিত সবুজ অরণ্য
বৃক্ষরা বৃক্ষ নেই, বৈদ্যুতিক থামে বৃক্ষের স্বরূপ
অজস্র প্রাণহীন অন্তরিত তার
লতা-গুল্ম হয়ে জাপটে ধরে আছে থামে
পিচঢালা পথে-
আদমের সন্তানেরাও নির্জীব-যন্ত্রমানব

নিয়ন বাতির আলোয় আলোয়-
ফিকে হলো একটি সবুজ ঝুল-বারান্দা
দূষণে দূষণে অনুদার – অপ্রশস্ত
সহস্র ঝকমকে বিলবোর্ডের কৃত্রিম আলোতেও-
নগরের সভ্যতা নিষ্প্রাণ – বিবর্ণ
ইট, কাঠ, পাথরে কেবল গুমরে গুমরে কাঁদে মানবতা
একটি সবুজ ঝুল-বারান্দা হতে-
একদিন হারিয়ে গেল
শুভ্রতার মেঘ ছুঁয়ে দেয়া গন্ধরাজের সাদা হাসি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!