বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

উপকূ‌লীয় কয়রায় রমজান ফুড প‌্যা‌কেজ বিতরণ

কয়রা প্রতি‌নি‌ধি

বারবার প্রাকৃ‌তিক দু‌র্যো‌গে ক্ষ‌তিগ্রস্ত খুলনার সুন্দরবনের তীরবর্তী উপকূলীয় উপ‌জেলা কয়রার জনপদ। অ‌নে‌কেই ঘু‌রে দাঁড়া‌তে না পে‌রে ‌খে‌য়ে না খে‌য়ে অ‌তি ক‌ষ্টে দিন‌তিপাত কর‌ছেন। কেউ ছে‌ড়ে‌ছেন ভি‌টে বা‌ড়ি। সামাজিক দায়বদ্ধতা থেকে । এম‌নি হতদ‌রিদ্র অব‌হে‌লিত ৫০ টি পরিবারকে বু‌য়েট ৮৬ ব‌্যা‌চের অর্থায়‌নে ও স্বেচ্ছা‌সেবী সংগঠন ডু সাম‌থিং ফাউ‌ন্ডেশন এর সা‌র্বিক ব‌্যবস্থাপনায় এ খাদ‌্যসামগ্রী বিতরণ করা হয়।

রোববার (১০ মার্চ) বি‌কেল সা‌ড়ে ৩টায় কয়রার গ্রাজু‌য়েটস্ মাধ‌্যমিক বিদ‌্যালয় প্রাঙ্গ‌নে ৫০ জন দুস্থ‌ মানু‌ষের মা‌ঝে রমজা‌ন উপল‌ক্ষে‌ ইফতার ও সেহেরীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতি জন‌কে  ২৫কেজি চাল, ৫ কেজি আলু, ২কেজি লবণ, ২কে‌জি পেঁয়াজ, ১ কেজি খেজুর, ১কেজি ডাল, ১কে‌জি চিনি, ১ কে‌জি ছোলা, ১ কে‌জি মুড়ি, ১লিটার সয়াবিন তৈল এবং ১ কে‌জি সেমাই প্রদান করা হয়।

কয়রা উপ‌জেলার বি‌ভিন্ন গ্রা‌ম থে‌কে বাছাইকৃত ৫০ জন হতদ‌রিদ্র মানুষ এই স্বল্প খাদ‌্যসামগ্রী পে‌য়ে খু‌শি হ‌ন।

খুলনা গেজেট/ এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন