খুলনার ফুলতলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে লায়ন ফারিহা নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র।শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে লায়ন্স ক্লাব অব পায়গ্রাম কসবার নিজস্ব স্থাপনায় এটির উদ্বোধন হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইন্জিনিয়র আবিদ হাবিবের সভাপতিত্বে প্রশিক্ষণ কন্দ্রেটি উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ডিরেক্টর ডি জি নাজমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫এ১ এর সম্মানিত গভর্নর লায়ন ডাঃ দেওয়ান মোঃ সালাহউদ্দিন, ১ম ভিডিজি ইন্জিনিয়ার মোঃ সেলিম মিয়া, ২য় ভিডিজি এ কে এম গোলাম ফারুক, ক্লাব প্রেসিডেন্ট মোঃ আসাদুজ্জামান সেলিম, ভাইস প্রেসিডেন্ট সরকার নুমায়ন খালেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক গড়ার প্রত্যয়ে এই সেন্টারে নারীদের এই কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন দেয়া হবে। এখানে খুলনার প্রত্যন্ত এলাকায় নারী বিশেষ করে তনু সমাজ বিনা মূল্যে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। প্রতি ৬ মাসের কোর্সে এখনা থেকে ১২০জন প্রশিক্ষন গ্রহণ করতে পারবে। ইতমধ্যেই এই কেন্দ্র থেকে প্রথম ব্যাচ প্রশিক্ষণ গ্রহণ শেষ হয়েছে। খুলনার এই প্রত্যন্ত গ্রামে বসেই যাতে বিশ্বায়নের এই যুগে নারীরা নিজেকে প্রস্তুত করতে পারে সেই লক্ষ্যেই কাজ করবে পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব। নতুন ট্রেনিং সেন্টারটি শত শত নারী শিক্ষার্থীকে যথার্থ প্রশিক্ষণের মাধ্যমে এখানে আধুনিক আইটি ভিলেজ প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা রাখবে তা বিশ্বাস করেন ক্লাব প্রতিষ্ঠাতা।
খুলনা গেজেট/কেডি