পিছিয়ে থাকা গরীব-মেধাবী শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে খুলনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বিদ্যাবন্ধু ফাউন্ডেশন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মুজগুন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে কলম, খাতা, পোশাক, ছাতা, স্কুল ব্যাগ, ফাইলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন।
শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে মুজগুন্নী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া খাতুন, আলিফ ও অন্য শিশু শিক্ষার্থীরা। তারা বলেছে, তাদের অভিভাবকরা অনেক কিছু কিনে দিতে পারেনা। আজ তাদের খুব ভাল লাগছে। তারা প্রতিদিন স্কুলে আসবে ও মন দিয়ে পড়াশুনা করবে।
সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন কোনভাবেই পিছিয়ে না পড়ে। একজন সচেতন নাগরিক হিসেবে শিশুদের পাশে দাঁড়াতে হবে। সাবেক শিক্ষার্থীদের এমন উদ্যোগ সকলকে অনুপ্রাণিত করবে।
বিদ্যাবন্ধু ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা রুমা আক্তার জানান, বিদ্যাবন্ধু ফাউন্ডেশনের লক্ষ ও উদ্দেশ্য পিছিয়ে পরা শিক্ষার্থীদের বই, খাতা, কলম, স্কুল ব্যাগ, ইউনিফর্মসহ শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করা। আমি একটি স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যুক্ত ছিলাম। সেখানেও দেখেছি অনেক শিক্ষার্থীর পাঠ্যপুস্তক থাকলেও অনেক শিক্ষা উপকরণ নেই। তারা স্কুল-কলেজে নিয়মিত আসতে পারতো না। এ থেকেই আমরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন কয়েকজন বন্ধু ও সাবেক ছাত্রলীগ ফোরামের সদস্য হিসেবে কাজটি করছি। সকলের সহযোগিতায় এ কাজটি ছড়িয়ে দিতে চাই।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমডি মাফজুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন প্যানেল মেয়র অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, আওয়ামী লীগ নেতা মোল্লা হায়দার আলী। উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী রুমানা রুমা, আফরোজা জেসমিন বীথি, লাবনি আমিন, মাশরিক আমিনা, সুরাইয়া পারভিন, নাজমা হোসেন, রিনি প্রমুখ।
খুলনা গেজেট/কেডি