ঢাকায় বসবাসরত খুলনা জেলার সব শ্রেণি পেশার মানুষের এক সংগঠন “হৃদয়ে খুলনা “। এটি একটি সামাজিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। হৃদয়ে খুলনা নামক এই সংগঠনটি ঢাকাস্থ গাজীপুর জেলার সবুজে ঘেরা “Rangamati Water Front Resort” এ মিলনমেলা ও বার্ষিক বনভোজনের আয়োজন করে। ঢাকাস্থ খুলনার প্রায় ৫০০ পরিবার আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন।
বুধবার সকাল ৯ টার মধ্যে একে একে গাড়িতে করে সবাই অনুষ্ঠানস্থলে হাজির হন। একত্রে ব্রেকফাস্ট দিয়ে দিনের সুচনা পর্ব শুরু। তারপর বাচ্চাদের খেলাধুলা, নাচ, গানে অনুষ্ঠান জমজমাট থাকে। এরপর দুপুরের খাবারের আয়োজন ছিলো। খাওয়ার পর সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত আগত ব্যক্তিবর্গকে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। তারপর আগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
আয়োজক কমিটির প্রধান ভিপি শহীদ জানান, বিগত বছরগুলোতে আমরা ঢাকাস্থ খুলনার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে আমরা এই জাতীয় প্রোগ্রামের আয়োজন করি। এবারও তার ব্যাতিক্রম হয়নি। খুলনার মানুষ একদিন একত্রে আনন্দ উল্লাস ভাগাভাগির মজাই আলাদা। আশা করি সামনের বছরগুলোতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/ টিএ