পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা সোমবার বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, উপজেলা সমাজসেবা অফিসার সোহাগ হোসেন, তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, দিঘলিয়া উপজেলা এ্যাডভাইজারী নেটওয়ার্ক ওয়েব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার কওছার আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসের মোঃ মোজান্মেল হক, সংস্থার চেইঞ্জ এজেন্ট বিকাশ পাল, লিমা দাস প্রমুখ।
সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মসামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রাথমিক বক্তব্য উপস্থাপন করেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস। মতবিনিময় সভায় প্রকল্পের ধারণাপত্র পাঠ করেন সংস্থার খুলনা জেলা ডলাস্টিয়ার কিশোর মন্ডল। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী এবং পেশার ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ এ মতবিনিময় সভার আয়োজন করে।
উল্লেখ্য, নাগরিক উদ্যোগ সুশাসন ও মানবাধিকার এর সুরক্ষা ও বিকাশে তৎপরতা চালানো এবং বিশেষভাবে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের লক্ষ্যে কাজ করছে।
খুলনা গেজেট/এনএম