খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মাঠমুখি করতে হবে : এস এম কামাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন ‘‘ দেশের তরুণ যুব সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে তাদেরকে মাঠমুখি করতে হবে। মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে তাদেরকে মুক্ত করতে হলে খেলাধুলার প্রতি আরো বেশি আকৃষ্ট করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তাঁরই সুযোগ্য তনায়া জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ যুব সমাজকে ভূমিকা রাখতে হবে।’’।

এস এম কামাল হোসেন বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে খানজাহান আলী থানাধীন তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত ১২ দলীয় শেখ রাসেল ২য় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এলাকার ঐতিহ্যবাহী “রেনেসাঁ স্পোর্টিং ক্লাব” আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র সিএসই বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম মহিউদ্দিন ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক বিধান চন্দ্র রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ৩৩নং ওয়ার্ড সভাপতি কাজী জাকারিয়া রিপন, যোগীপোল ইউপি সদস্য জি এম এনামুল কবির ও রেঁনেসা স্পোটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন জুয়েল।

ক্লাবের নবগঠিত কমিটির আহবায়ক মোঃ ফয়সাল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম পারভেজ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ফরহাদ হোসেনের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, খানাবাড়ী গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, আওয়ামীলীগ নেতা মোঃ সুরুজ্জামান হানিফ, মনির শিকদার, শাকিল আহমেদ, গোলাম রব্বানী, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ওলিয়ার রহমান রাজু, কুয়েট কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার, স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ‘র সভাপতি মোঃ পারভেজ আলম, আলামিন, কাজী মঈনুল ইসলাম, আনোয়ার কাজী, এস এম ইসহাক হোসেন, আরিফুল ইসলাম রাসেল, জাহাঙ্গীর কবির খোকন, হাসানুর রহমান লিখন, মিল্টন সানা, শেখ রমজান আলী, মনিরুল ইসলাম মানো, আবুল হাসান প্রমুখ।

উদ্বোধনী খেলায় মেসার্স রাতুল এন্টারপ্রাইজ একাদশ এবং এস এফ টাইটানস ‘র মধ্যকার খেলা গোলশূন্য ড্র হয়। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র রেফারি মোঃ পারভেজ আলম। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় একই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।

 

খুলনা গেজেট/লিপু/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!