১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মাদ্রাসার এতিম, অসহায় ছাত্র, কোরআনের পাখি ও তাদের অভিভাবকদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজনের দৃষ্টান্ত স্থাপন করে চলেছে ‘ব্রহ্মগাতী ব্লাড লাইন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনের সদস্যরা এদিন মাদ্রাসার এতিম, অসহায় ছাত্র, কোরআনের পাখি ও তাদের অভিভাবকদের নিয়ে আয়োজন করে রান্নাবান্না খেলাধুলা এবং একসঙ্গে দুপুরের মধ্যাহ্ন ভোজের। সংগঠনটি বিগত ৫ বছর ধরে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করে আসছে। এ বছরও ছিল না তার ব্যতিক্রম।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, দিঘলিয়া উপজেলাধীন এ বছর সর্বোচ্চ ৮ টি মাদ্রাসার শতাধিক কোমলমতি এতিম, অসহায়, কোরআনের পাখি ও তাদের অভিভাবকদের নিয়ে আমাদের আয়োজন ছিল। আয়োজনের মধ্যে ছিল পিকনিকের আদলে রান্নাবান্না, ছাত্রদের বিভিন্ন প্রতিযোগিতা এবং সবাই একত্রে মিলে যোহরের নামাজ আদায় করে মধ্যাহ্নভোজ। এবারের আয়োজনে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করেছেন। এজন্য সংগঠনের পক্ষ থেকে তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিবছর এই দিনটিতে আমরা দিঘলিয়া উপজেলাধীন বিভিন্ন মাদ্রাসার এতিম, অসহায়, কোরআনের পাখি ও তাদের অভিভাবকদের নিয়ে সময় কাটানো, গল্পগুজব খেলাধুলা, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়ে দিবসটি আমরা পালন করি।
খুলনা গেজেট/ টিএ