Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শিশিরের উৎপাত

মোঃ ফিরোজ হোসেন

শীতের কণারা জমে সবুজের গালিচায়
হিমেল পরশ ফেলে অলক্তক রাঙা পায়
ফিনফিন ঝিরঝির চোখঠাসা কুয়াশায়
পূবের আলোকধারা বারেবার বাঁধা পায়।

অপ্সরীর আবছায়া এই দেখি এই নাই
সাদা শাড়ি লালপাড়ে, কার সাথে হেঁটে যাই?
শেফালিকা বনতলে হাতে তার সাদা ফুল
টলোমলো শিশিরের আধো আধো ভিজে চুল।

ফোঁটা ফোঁটা ঝরে পড়ে শবনম বিন্দুকণা
নোয়ানো লাজুক হাসি এই বুঝি এই চেনা
অপলক বনবীথি কুয়াশায় ঢাকা মুখ
চপলা আঁচল দোলে হিমহিম কাঁপে বুক।

কুয়াশা নিহারে বাঁধা আধো আলো দেখি তাই
সহসা আড়াল হয় এই দেখি এই নাই।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন