খুলনায় নীরবে-নিভৃতে নিয়মিত অসহায় দরিদ্র মানুষের জন্য খাবার ব্যবস্থা করছেন ব্যবসায়ী শেখ আজিজুর রহমান আজিজ। ব্যতিক্রম এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর রেলস্টেশন, শিববাড়ি মোড় বিভিন্ন এলাকায় প্রায় আড়াইশ’ মানুষের মাঝে খাবার তুলে দেন।
টিউলিপ রেন্ট এ কার নাম প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী আজিজুর রহমান বলেন, কোন প্রচারের জন্য একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই। আমার খুব বেশী সামর্থ্য নেই। কিন্তু পরিবার-পরিজনের উৎসাহে এ কাজ করে আসছি। আগামীদিনেও এ ধারা অব্যাহত থাকবে। আমি চাই সমাজের বিত্তবান মানুষরা যেন হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।
খুলনা রেলস্টেশনের জয়নাল হোসেন জানান, এক ভাই রাতে খাবার দিয়েছেন। আমি গরীব মানুষ। চেয়েচিন্তে খাই। অন্ত্যত একবেলাতো পেট ভরলো। আল্লা– ওনারে বাঁচাইয়ে রাখুক।
খাবার পেয়ে একই ধরণের অনুভূতি ব্যক্ত করেন রেলস্টেশনে থাকা জরিণা বেগম, আবুল হোসেনসহ অন্যরা। তারা বলেন, ভাই অনেক খাবার দিছেন। শীতের রাতে খাবার পেয়ে একটু কষ্টতো কমেছে।
বিভিন্নস্থানে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন আজিজুর রহমানের ছেলে মোঃ আবীর হোসেন ও তাঁর সহোযোগীর আলামীন, সাফিক সরদার প্রমুখ।
খুলনা গেজেট/কেডি