আবারও ইয়াবাসহ আটক হয়েছেন খুলনা নগরীর খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ হাওলাদার। রোববার রাতে নগরীর দৌলতপুর হাঁস খামারের সামনে থেকে ৩৩ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় আজ সোমবার দৌলতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পলাশকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ২০১৯ সালের ২৫ মে দুপুরে নগরীর বাস্তুহারা কলোনি থেকে ২০ পিস ইয়াবাসহ পলাশ হাওলাদারকে আটক করেছিল পুলিশ। এ ঘটনায় তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। গত বছর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় তাকে আবারও বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নগর ছাত্রলীগ সভাপতি।
খালিশপুর থানার এসআই মাসুদ রানা জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ পলাশ হাওলাদার ও শহিদুল খাঁ নামের দুজনকে আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন জানান, ২০১৯ সালের মামলায় আদালত থেকে পলাশ খালাস পায়। এ জন্য নির্বাচনের আগে অন্য অনেকের সঙ্গে পলাশের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। আবারও ইয়াবা উদ্ধারের ঘটনায় তাকে পুনরায় বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এইচ