বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী ও আলোচনা সভা আজ ২৯ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসকের সহধর্মিণী,বয়রা মহিলা কলেজের অধ্যাপক ফারহানা বিনতে আজিজ,খুলনা বিভাগীয় কমিশনারের সহধর্মিণী মোছাঃ মেহেরুন নেছা জুই,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল বাকী।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারী কমিশনার ভুমির সহধর্মিণী মোছাঃ হাবিবা সুলতানা,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান প্রমুখ।

এরপর তিনি পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন ও রূপসা উপজেলা নির্বাহী অফিসারের বাংলো উদ্বোধন করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন