বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে ‘ফোয়াব’ অফিসে রহস্যজনক চুরি

নিজস্ব প্রতিবেদক

নগরীর সদর থানাধীন স্যার ইকবাল রোডসস্থ, আরাফাত গলিতে অবস্থিত ফিস ফার্ম ওর্নার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) অফিসে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা অফিসের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ডেক্সটপ কম্পিউটার সেট, চায়ের ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এঘটনায় শনিবার খুলনা সদর থানায় এজাহার দাখিল করা হয়েছে।

সংগঠনের খুলনা জেলা শাখার সদস্য সচিব মো: সাকিল হোসেন সাক্ষরিত এজাহারে উল্লেখ করা হয়, সদর থানার সংলগ্ন ১০৭ স্যার ইকবাল রোড, আরাফাত গলি, বাড়ি নং-১২৯, দ্বিতীয় তলায় বানিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ফিস ফার্ম ওর্নার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) অস্থায়ী কার্যালয়, মিরপুরী টি হাউজ, আলোর পথ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন অফিস একই অফিসে সম্মলিতভাবে পরিচালিত হয়ে আসছে। যেখানে ফোয়াব গত বছরের নভেম্বর মাস থেকে ফোয়াব অফিস পরিচালনা করছে। এর মধ্যে, গত ২৬ জানুয়ারি উক্ত সম্মিলিত অফিস থেকে শুধুমাত্র ফোয়াব অফিসে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ডেক্সটপ কম্পিউটার সেট, চায়ের ইলেকট্রিক কেটলিসহ প্রধান দরজার তালা অভিনব কায়দায় এবং সুপরিকল্পিত ভাবে খোয়া যায়। সম্মিলিত অফিসের মধ্যে থেকে শুধুমাত্র ফোয়াব অফিসের মালামাল পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ২৬ জানুয়ারি ওই সম্মিলিত অফিসের কর্মকর্তাবৃন্দ বাগেরহাট খানজাহান আলী (রাঃ) মাজারে একটি দোয়া মাহফিল উপলক্ষে সকলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবাই যার যার বাড়িতে ফেরত যায় কিন্তু প্রাথমিকভাবে বিষয়টি দৃষ্টিগোচর হয় বিকাল ৪টায় মিরপুর টি হাউজের ব্যবসায়ী আসাদুজ্জামান কচি’র মাধ্যমে। পরে তার মাধ্যমে অফিসের সকলে জানতে পারে। শনিবার সকালে সম্মিলিত অফিসের সকল কর্মকর্তাবৃন্দ খুলনা থানার পুলিশকে খবর দিলে পুলিশ প্রাথমিক পর্যায়ে পরিদর্শন করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন