প্রায় তিন মাস পর খুলনায় বড় শোডাউন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ জানুয়ারি) বিকালে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ এবং কালো পতাকা নিয়ে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কিন্তু খুলনা মহানগর ও জেলা বিএনপির পদধারী বড় নেতাদের উপস্থিতি ছিলো কম।
বিএনপি নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণার পর পুলিশের সঙ্গে যোগাযোগ করেন খুলনার বিএনপি নেতারা। মামলার এজাহারভুক্ত আসামিরা অংশ নেবে না-এমন আশ্বাসে মিছিলের মৌখিক সম্মতি দেয় পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। বিকাল সাড়ে ৪টার মধ্যে দলীয় কার্যালয় এলাকা পরিপূর্ণ হয়ে যায়। কার্যালয়ের অদূরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও মিছিল বা সমাবেশে তারা বাঁধা দেননি। কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষে বিকাল ৫টার পরে মিছিল শুরু হয়। দীর্ঘদিন পর বিনা বাঁধায় মিছিল করায় কিছুটা উজ্জীবিত নেতাকর্মীরা।
এদিকে কর্মসূচিতে থানা, ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিলেও খুলনা মহানগর ও জেলা বিএনপির পদধারী বড় নেতাদের উপস্থিতি ছিলো কম। বিশেষ করে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবুসহ অন্য বেশিরভাগ যুগ্ম আহ্বায়করা ছিলেন না।
কর্মসূচিতে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক স ম আবদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ।
আরো বক্তব্য রাখেন বেগম রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, শেখ তৈয়বুর রহমান, শামীম কবীর, আশরাফুল আলম খান, শামসুল আলম, এনামুল হকসহ অনেকে।
খুলনা গেজেট/এএজে