বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

সাংবাদিক রনজুর মায়ের ইন্তেকাল

গেজেট ডেস্ক

দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান ও পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আহমেদ মুসা রনজুর মা মোমেনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ১০টায় কয়রা উপজেলা সদরের ৬নং কয়রা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর ৬নং কয়রা গ্রামের বায়তুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

এর আগে ২০২০ সালে রনজুর বাবা ইউসুফ আলী লস্কর ইন্তেকাল করেন। মরহুমার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন