খুলনা, বাংলাদেশ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২৭ মে, ২০২৪

Breaking News

  ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের
  ঘূর্ণিঝড় রেমাল তান্ডবে ভোলা, পটুয়াখালী, সাতক্ষীরা, বরিশালসহ ৬ জেলায় ১০ জনের প্রাণহানি
  ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে প‌রিণত হয়েছে, সমুদ্রবন্দরগু‌লোকে ০৩ (তিন) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে

কবিতা লেখার লোভ

রুশাইদ আহমেদ

তুমি আমার দিকে দুচোখ রাখো;
আমি দুটো রূপক খুঁজে নেব!
তুমি চুলের ঢেউ ভাঙতে দাও তোমার কাঁধের কিনারে;
আমি অগণিত উপমা খুঁজে নেব!
কিন্তু তোমার ঠোঁট দুটো স্থির রাখো;
অন্যথায় আমি তোমার অনামিকায় বদ্বীপের মানচিত্র মুড়ে দেব!

চারপাশে এখন কলুষতার মহাসম্মেলন—
যে যেভাবে পারছে কলুষিত করছে:
ভেড়ীদের মন থেকে গাছেদের শরীর!
অথচ কলুষতা কি তোমার-আমার মধ্যেই অস্তিত্বসম্পন্ন নয়?

জারুলের ছায়ার মতো তোমার জঠরের আঁধারে
একদিন যে ক্রমবর্ধমান প্রাণ নড়ে উঠবে;
অনাগতকালে সে-ও তো কলুষিত মানসিকতাকেই
অলঙ্ঘনীয় মতবাদ হিসাবে মানবে!
অথচ আমি কিশোর বয়সে স্পর্শ আর চুম্বনের ওপর থিসিস করতে গিয়ে
আবিষ্কার করেছিলাম এক স্বতন্ত্র মতাদর্শ!

পূর্ণিমার চাঁদেরও যখন কিছু কলঙ্ক আছে;
তখন মানুষেরই-বা থাকলে দোষ কী?
তর্ক-বিতর্ক বা চায়ের কাপের ঝড়ে
জন্মানো কুকুরকে ভয় পাবে দশ-মণা মোষ কি?

আসলে পৃথিবীতে যাদের বুকে প্রেম আছে;
তাদেরকে উষ্ণ ঠোঁটের প্রলোভন দেখিয়ে রোখা যায় না!
আসলে পৃথিবীতে যাঁদের বুকে প্রেম আছে;
তাদেরকে কারো গাঢ় শরীর-রেখা দেখিয়েও রোখা যায় না!
তারা তো জানেই—অনন্য, অনবদ্য অসীম রূপের অধিকারী অসংখ্য নারী
অনিঃশেষ প্রতীক্ষার পসরা সাজিয়ে অপেক্ষা করছে তাদের জন্য
যতিচিহ্ন- যুক্ত বা বিহীন প্রতিটি পঙক্তির শেষে;
তাহলে আর কবিতা লেখার লোভ সংবরণ করে লাভ কী বলো, হে নারী?

 

শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,  রংপুর।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!