খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

পাইকগাছায় পূজামন্ডপ গুলোতে সরকারি আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনা সরকার ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে দেশ পরিচালনা করছে। দেশের সকল ধর্মের মানুষ যাতে উৎসবের সহিত নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারে এ জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার সকল ধর্মকে গুরুত্ব দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করছে ।

তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। বক্তব্য রাখেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পূজা উদযাপন এবং ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এলাকার ১৩৮টি পূজা মন্ডপের প্রত্যেকটি মন্ডপের অনুকূলে সরকারি ১৭ হাজার, এমপি’র ব্যক্তিগত পক্ষ থেকে ১ হাজার ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে ৫’শ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!