পাইকগাছা থানা পুলিশ ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার শিববাটি ব্রীজের পাশে ইব্রাহিম গার্ডেনের একটি পতিত ঘরের পাশে বৃহস্পতিবার গভরি রাতে ২০/২৫ জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফীর নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলার গোপালপুরের শামছুদ্দীন গাজীর ছেলে মিজান গাজী (৪২), ঘোষাল গ্রামের রফি গাজীর ছেলে রবিউল গাজী (৪০),লক্ষীখোলার মোক্তার মোল্লার ছেলে টুটুল মোল্লা (৪০), উত্তর সলুয়ার মৃত ইমান আলী গাজীর ছেলে জাহিদুল গাজী (৩৭), নাছিরপুরের আলী আহসানের ছেলে সালাম বিশ্বাস (৩৫), সরল গ্রামের মান্নান জোয়াদ্দারের ছেলে ফয়সাল জোয়াদ্দার (৪০) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আটককৃত ৬ জনসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের নামে থানায় মামলা করেছে।
ওসি এজাজ শফী জানান, সঙ্গবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল, এদের নামে পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। সংঘবদ্ধ এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারলে অপরাধ প্রবণতা দ্রুত কমানো সম্ভব বলে ওসি জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম