খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন’র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক 

সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সহায়তা ও সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি, খুলনার ডিন প্রফেসর জালাল উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) নগরীর ৫৫৫ মুজগুন্নি আবাসিক এলাকাস্থ বাসা ‘সূর্য সিঁড়ি’তে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ব্যক্তিবর্গ ‘আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পরিচালনার বিষয়ে একমত হন।

সভায় সর্বসম্মতক্রমে শিক্ষাবিদ প্রফেসর জালাল উদ্দিন আহমদকে চেয়ারম্যান, গাজী আলাউদ্দিন আহমদকে নির্বাহী পরিচালক ও জি এম ফয়েজকে কোষাধ্যক্ষ করে ‘আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন’ এর কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন হাসিনা নাহিদ, নাহিদ পারভীন, মোহাম্মদ মিলন, ফিরোজ আহমেদ. ইশরাত জাহান মিম ও গাজী নাভিদ আহমদ।

সভায় ফাউন্ডেশনের প্রথম কার্যক্রম হিসেবে ডুমুরিয়া উপজেলার রুদাঘরা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত ৫ জন মেধাবি ও অস্বচ্ছল শিক্ষার্থীকে (যাদের রোল ১ থেকে ১০ এর মধ্যে) ৫,০০০/-(পাঁচ হাজার টাকা) করে শিক্ষা সহায়ক বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!