খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আজ ২৪ জানুয়ারি ভোটগ্রহণ। বেলা ১২টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হবে এবং তা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার।
এবার বার্ষিক নির্বাচনে মোট ১৩টি পদে ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে দু’জন প্রার্থী হলেন ড. মোঃ সারওয়ার জাহান এবং ড. এস এম ফিরোজ। সহ-সভাপতি পদে প্রার্থী হলেন ড. তরুণ কান্তি বোস ও ড. উৎপল কুমার কর্মকার। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন বিধান চন্দ্র সরকার ও মোহাম্মাদ রকিবুল হাসান সিদ্দিকী। যুগ্ম-সম্পাদক পদের প্রার্থী দ্বয় হলেন ড. আরিফুল ইসিলাম ও ড. মোঃ মহিউদ্দীন। কোষাধ্যক্ষ পদের প্রার্থীরা হলেন ড. চঞ্চল মন্ডল ও ড. ওয়াসিম সাব্বির। সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদের প্রার্থীরা হলেন ড. মোঃ ইকবাল আহমেদ ও শান্তনু মন্ডল। প্রকাশনা সম্পাদক পদের প্রার্থীদ্বয় হলেন ড. শেখ তারেক আরাফাত ও মাহমুদ-উজ-জামান।
কার্যনির্বাহী সদস্যের ৬টি পদে ১২জন প্রার্থী হলেন যথাক্রমে আবুল বাশার, আসমা-উল হুসনা, ড. অনুপম কুমার বৈরাগী, ড. নিহার রঞ্জন সিংহ, ড. তৌফিক-ই আহমেদ শুভ, মোঃ আলমগীর সরদার, মোঃ ইমরান হোসাইন,মোঃ মাহাদী আল মোতাসীম নিবীর, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রামেজ আফরোজ শাহী, মোঃ সোহেল পারভেজ ও রুমানা রহমান।
খুলনা গেজেট/হিমালয়