Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নেকাব পরায় শিক্ষার্থীর ভাইভা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

গে‌জেট ডেস্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নেকাব পরায় এক ছাত্রীর সেমিস্টার ফাইনালের ভাইভা না নেওয়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (২১ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন এ কর্মসূচি পালন করেন। পরে চার দফা দাবি নিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, পর্দা মুসলিম নারীর রক্ষাকবচ ও আত্মপরিচয়ের হাতিয়ার। কিন্তু স্বাধীন দেশের একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারীর অধিকারের ক্ষেত্রে শিক্ষকদের এমন নগ্ন হস্তক্ষেপ চরমভাবে আঘাত করেছে। এটি সম্মান ও নাগরিক অধিকার হরণের নামান্তর। নেকাব না খোলায় ভাইবা থেকে বের করে দেওয়ায় সংবিধানের ধর্মীয় স্বাধীনতার বিধানকে লঙ্ঘন করা হয়েছে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি। একইসঙ্গে এ ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবেন বলে আশা করি।

সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদ্য সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য মু. নাঈম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক আল-ইমরান, প্রশিক্ষণ সম্পাদক মু. সাজ্জাদ সাব্বির বক্তব্য রাখেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন