বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

“আমি আর একা নই “

সুশান্ত সরকার

আমার আর একা থাকার সুযোগ নেই,
আমার সাথে কবিতা আছে;
তাই যানজট কিংবা অবসরে
আমি একা থাকিনা।

একাকী দীর্ঘ রাতে শব্দেরা বাসা বাঁধে
বেঁচে থাকার দিনপঞ্জিতে এখন সরষে ফুলের ঘ্রাণ
পুরনো পাতারা ঝড়ে বসন্ত আনবে বলে

নতুন পাতার জন্য কবিতায় বসবাস আমার,
শীত বিকেলের কাঞ্চনজঙ্গা
যেন কবিতা হয়ে ওঠে, আবছায়া পাহাড় কারুকাজ হয়ে যায়

সৃষ্টির আনন্দ নিয়ে কাক ডাকা ভোর
বারবার বসন্ত নিয়ে আসে।
আমি আর একা নই!

শহুরে গ্রাম থেকে গোধুলী বেলায়ও
জ্বলজ্বল করে খেলা করে কবিতারা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন