Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কেশবপুরে ১০ জুয়াড়ি গ্রেফতার

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানার ১০ জুয়াড়িসহ দোকান মালিককে আসামি করে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক ফজলে রাব্বি পুলিশ ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুরখালী বাজারে কন্দর্পপুর গ্রামের আনিছুর রহমান সরদারের ছেলে হাসানুজ্জামানের দোকানে অভিযান চালিয়ে বড়েঙ্গা গ্রামের মোসলেম মোল্যার ছেলে রিপন হোসেন (৩০), একই গ্রামের মৃত শাহাজাহানের ছেলে আলমগীর হোসেন (২৫), মোকছেদ আলী মোল্যার ছেলে সিরাজুল ইসলাম (৩৭), সাজ্জাদ আলীর ছেলে আলমগীর হোসেন (৩০), আবুল কাসেম সরদারের ছেলে জুয়েল রানা (২৮), মাগুরখালী গ্রামের আব্দুল মালেকের ছেলে নাজমুল হুদা (৩০), আব্দুল মজিদের ছেলে মফিজুর রহমান (২৮), আব্দুল করিমের ছেলে ইউনুস আলী সরদার (৩০), কন্দর্পপুর গ্রামের মুনছুর আলী গাজীর ছেলে ফারুক হোসেন (২৯), মৃত আমিন উদ্দীন সানার ছেলে আব্দুর রউফ (৪০) মিলে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময়
হাতেনাতে গ্রেফতার করে। দোকান মালিক হাসানুজ্জামানের নামেও মামলা হয়েছে। সে পলাতক রয়েছে। এসময় তাদের নিকট থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, জুয়া খেলার অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। এ উপজেলায় কোথাও যদি জুয়া খেলার খবর আসে তাদের বিরুধে তাৎক্ষণিক ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারকৃত জুয়াড়িদের নামে মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন