সাদা মেঘের ভেলায় চড়ে
চনমনে রৌদ্রের লুকোচুরি খেলা,
কি অপরূপ দৃশ্যায়ন সৃষ্টিকর্তার,
খন্ড খন্ড মেঘের ভেলায় ভেসে
যেন শান্তির বারতা নিয়ে আসে।
আঁধার রাত্রিরা আলোর পথের গন্তব্য দেখায়
রাত্রির গভীরতায় ডুবে যায় পঙ্কিলতা
ভোরের কিরণ পূর্ণতা পায় সোনালী আভায়
শুধু অপেক্ষার পালা;
শত দুঃখ যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে সেই সরলতার প্রতিচ্ছবি
যখন তোমার মুখচ্ছবিতে ফুটে ওঠে
হৃদয় আন্দোলিত হয় ,
সুরের মূর্ছনায় মেতে উঠে মৃত্তিকা
শুধু অপেক্ষা কর
ধৈর্যের বাঁধ যেন ভেঙ্গে না যায়
নিশ্চয়ই সুদিন আসবে,
কেটে যাবে ঘোর অমানিশা
পথ খুঁজে পাবে তুমি সত্য ও সুন্দরের
দুঃখ কষ্ট কে সহ্য করতে শেখো
জীবনের অংশ হিসেবে দেখো
জেনে রেখো,
জীবনের প্রতিটি পৃষ্ঠায় সুখ দুঃখ খেলা করে।
খুলনা গেজেট/এমএম