Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়ার হুমকি

গেজেট ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থীদের বাদে অন্য প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে না ঢুকতে দেওয়ার হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও ফুলহরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাজীপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে তিনি এই হুমকি প্রদান করেন।

তিনি বলেন, এলাকার সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে শুধুমাত্র নৌকার পক্ষেই কাজ করবেন। এখানে অন্য কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্র ঢুকতে দেওয়া হবে না। কেন্দ্রে শুধুমাত্র নৌকার এজেন্টরাই থাকবে।

এই বক্তব্য দেওয়ার পর থেকে এলাকার সাধারণ ভোটারদের মধ্যে ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ করেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফুলহরী ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য শান্তি সমাবেশের আয়োজন করা হয়। এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মাঝে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল।

এ তথ্য নিশ্চিত করে ফুলহরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, বক্তব্যের একপর্যায়ে ছোটভাই বিপুল মুখ ফসকিয়ে কথাগুলো বলে ফেলেছেন। এভাবে বলা তার ঠিক হয়নি। আমরা কিছু নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছি।

এ ব্যাপার জেলা আওয়ামী লীগের সদস্য ও ফুলহরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল জানান, আমি অমনভাবে কথাগুলো বলিনি।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন