Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রিয় স্বাধীনতা

মো. তাইফুর রহমান

একদিন পরাধীন ছিলো এই দেশ
শত্রুরা দেশটাকে করে দেয় শেষ।
পশ্চিমা দুশমনি চলে অবিরত
বাংলার জনগণ নয় তবু নত।

অন্যায় করে ওরা আমাদের সাথে
হত্যায় মেতে ওঠে দিন কিবা রাতে।
অশান্তি বাংলার ছিলো ঘরে ঘরে
ওই পাক বাহিনীরা খুব ক্ষতি করে।

বাংলার জনগণ সব এক হয়
পশ্চিমা নির্দেশ আর মানা নয়।
বিজয়ের স্বাদ পেতে যুদ্ধতে নামে
স্বাধীনতা কেনা ভাই রক্তের দামে।

নয় মাস যুদ্ধ যে হরদম চলে
পরাজয়ে পিছু হটে শত্রুর দলে।
অবশেষে বাংলার এই জনগণ
হাতে পায় কাঙ্ক্ষিত অমূল্য ধন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন