Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ক্ষমা করো

মো. তাইফুর রহমান

ওগো মালিক রহম করো আমি গুনাহগার
রোজ হাশরের কঠিন দিনে কেমনে পাবো পার?
আমলনামায় জমা আমার আছে অনেক পাপ
ওগো হাকিম করুণাময় আমায় করো মাফ।
এই জীবনে করছি আমি কতো খারাপ কাজ
আল্লাহ আমায় ক্ষমা করো খুব অসহায় আজ।
বাড়ছে মনে কষ্ট শুধু সঙ্গী পরাজয়
ওই কবরে কেমনে যাবো? মনে জাগে ভয়।
ক্ষণে ক্ষণে করছি আমি অগণিত ভুল
মাথা ভরা চিন্তা আমার পাইনা খুঁজে কূল।
এই জীবনের সময় একদিন হঠাৎ হবে শেষ
লোভ যে মনে ভরা খুবই আছে হিংসা দ্বেষ।
কী যে উপায় হবে মাবুদ? তাইতো কাঁদে মন
নেইতো জোগাড় আমার কোনো পরকালের ধন।
সকল আঁধার দূর করে দাও তোমার কাছে চাই
তোমার দয়া না যদি পাই শান্তি কোনো নাই।

 

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন