হে প্রভু মহান দয়াময়, দাও আমায় সত্যের শিক্ষায় আত্নিকজ্ঞান
সাধনায়, পরিপূর্ণ প্রাচুর্য ভরা মন।
এই পার্থিবে সকল লালসার উর্দ্ধে-আশিসপূত,
আলোয় সত্যের-উজ্জ্বল বাণী, করি যে অন্বেষণ।
চরম ত্যাগে, শ্রমে, ন্যায়ের পথে গড়ে তুলি সুস্থিত সহজ
সরল ইসলামী জীবন। ইসলামী সংস্কৃতি বিকাশে; ধ্যানীমন,
কর্মক্ষেত্রে নি:স্বার্থ, নির্লোভ-মনে গড়েছি, এ দীনহীনে
তাকওয়ায়, সৎ পথের জীবন, স্বদেশপ্রেমের সোনালি মন।
সকল হিংসা-বিদ্বেষ ভুলে, রাসূলের (সা:) আদর্শে গড়ি এই
আলোকোজ্জ্বল অন্তর-মন, অনাড়ম্বর সংসার জীবন।
পৃথিবীর বৃক্ষরাজি, তৃণলতা ফল ও ফুলে ভরা বনানী,
সাজানো উপবন, তোমারই অপূর্ব মহিমায় প্রভু
কতো সুন্দর, নয়নাভিরাম অত্যুজ্জ্বল আকাশ –
কতো যে রহস্যেভরা বাস্তব নিদর্শন।
সকল প্রশংসা তোমারই প্রভু, খাঁটি মুসলিম গৌরবে, দর্শনে
নতুন সভ্যতায়, গড়ি উন্নত মহৎ জীবন।
দাও প্রভু দয়াময়, পরম সৌভাগ্য, নেকী, দু’জাহানের
সুখ, সমৃদ্ধি কল্যান, আমার পবিত্র হজ্জ্ব পালন কবুলে
পুন্য-অগণন।
হে প্রজ্ঞাময় মহান, তোমারই শতো দয়াদানে,
অজস্র নিয়ামতে, আশিসবর্ষণে, দাও শান্তিসুখ
দুনিয়ায়, আমার চাওয়া, ক্ষমা তওবাতে।
পবিত্র পাক কালাম পাঠেতে, সুরাতুস সালাতে
জীবিকা প্রসারে, রহমতে, বরকতে ভরে দাও সুখ
জীবন প্রভাতে। প্রভু হে,
আমার প্রার্থনা কবুল করো আমার, সদা কায়মনে মোনাজাতে।
খুলনা গেজেট/এনএম