আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে সামনে রেখে সাতক্ষীরা জেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের আমতলা মোড়ে অবস্থিত নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম এর সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আব্দুর রউফ চেয়ারম্যান, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব ও মৃনাল কান্তি রায়।
প্রধান অতিথি বলেন, সরকার সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশের মানুষের উপর সীমাহীন জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মানুষের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশে লুটপাটতন্ত্র কায়েম করা হয়েছে। গণতন্ত্র ধবংস করে জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকতে মুক্তিকামী মানুষের নামে গায়েবী মামলা ও হামলা করা হচ্ছে। এই অবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে দাবী একটাই, দেশনেত্রীকে বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।
অধ্যক্ষ সোহরাব উদ্দিন আগামী ২৮ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করার জন্য বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভেদাভেদভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এড. নুরুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব শফিকুল আলম বাবু, দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, কলারোয়া পৌর বিএনপির সভাপতি কাজী শরিফুল ইসলাম তুহিন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিউদ্দিন শফি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, যুবদলের সহ-সভাপতি হাসান শাহরিয়া রিপন, আসাদুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম, সাইফুল ইসলাম বাবলু, মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, স্বেচ্ছাসেবকদলে সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলামসহ জেলা বিএনপি, উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/ টিএ