বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

খানজাহান আলী থানা এলাকায় ত্রিপল মার্ডারের জে‌রে প্রতিপ‌ক্ষের একজন‌কে পি‌টি‌য়ে হত‌্যা

‌নিজস্ব প্রতি‌বেদক

খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় গু‌লি করে তিনজনকে হত‌্যার ঘটনায় প্রতিপক্ষের জেহাদ নামে একজনকে পি‌টিয়ে হত‌্যার অভিযোগ পাওয়া গেছে। রাত দু্ইটার দিকে তাকে হত‌্যা করা হয়। মৃতদেহ বর্তমানে খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত উভয় পক্ষের চার জন নিহত হল।

এছাড়া গু‌লি‌বিদ্ধ আফসার শেখ নামে একজনের আশংকাজনক। তাকে খুমেক হাসপাতালের আই‌সিইউতে রাখা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন