এক চিলতে ভালোবাসা পাবার নেশায়
কত কষ্ট, কত ক্লান্তিকে আলিঙ্গন করেছি,
শুধু এক চিলতে হাসি দেখবার নেশায়
হৃদয়ের প্রচ্ছদপটে এঁকেছি প্রতিচ্ছবি দিবারাত্রি।
তবুও সুখ যে ধরাছোঁয়ার বাইরে চলে যায়
তাকে বেঁধে রাখার নাই যে কোন উপায়।
হয়তোবা কষ্টের সীমারেখা নেই
কিন্তু সুখের সীমারেখা আছে,
ক্ষণস্থায়ী, এই নশ্বর পৃথিবীতে কত মানুষ,
কতজন সুখের পিছনে ছুটতে ছুটতে
নিজেকে হারিয়ে ফেলেছে দুঃখের সাগরে।
তবুও ভালোবাসা পাবার মিছিলে
কেউ পিছপা হয় না
হাজারো দুঃখ কষ্টকে সমাধিস্থ করে
ক্ষণিকের হাসিকে আলিঙ্গন করে।
আমার সাথে যুদ্ধ করে লাভ নেই,
আমি কোন স্বার্থের লোভে চলি না
এমনকি নিজের সাথেও কোন স্বার্থের দ্বন্দ নেই
অযথা আমাকে বানিও না হীরের টুকরো,
আমাকে সম্বোধন করোনা আগামীর রত্ন হিসেবে
আমি শুধু এক চিলতে ভালোবাসার কাঙ্গাল।
ভালোবেসে হৃদয়ের সাথে হৃদয় মেলাতে বদ্ধপরিকর এই আমি,
অন্য কিছু চাই না যে আর।
খুলনা গেজেট/এনএম