দুরুদ ও সালাম তোমায় হে প্রিয় নবীজি (সা:),
ঈমানী জোরে, দ্বীনের তাকওয়ায় দাও, মনোবল আমায়, –
জীবনের জানা-অজানা গোনাহের, আমার সকল তওবায়,
দাও মুক্তি। দাও অন্তরের শান্তি আকুল ফরিয়াদ যে আমার .. !
প্রভু দয়াময়, আমার সকল বাসনা, মকসুদ যতো সালাত, সওমের
দিবস-রজনী আরাধনায়-প্রার্থনায় ..!
নয়নের অশ্রুজলে, প্রভু ডাকি যে প্রাণ ভরে তোমায় –
জীবনের সুখ খুঁজে বেড়াই, আগেই, শুধু নবীজির (সা:)
শাফায়াত কামনায়, – বেহেশত বাসনায়।
কুরআনী জ্ঞানে, জান্নাতী খুশবু ছড়িয়ে পড়ুক আমার
হৃদয় গহনে, অন্ধকার নিঝুম নিরালায়।
রহমতে ভরে দাও, দাও জীবনের সকল সমৃদ্ধি, কল্যান
অনাবিল সুখে যেন করি দুনিয়ায় দিন গুজরান।
জীবন নদীর-স্রোত, ঝর্ণাধারায় আত্নশুদ্ধিতে গড়ি বলিষ্ঠ ঈমান,
ওপারে যেন শান্তি সুখ পাই, আখিরাতে, সকল কল্যান অফুরান
রাসূলের (সা:) সুন্দরতম আদর্শ পালনে আমায় দিও দিশা
– করো আগুয়ান। নবীজির (সা:) সুন্নাহ পালনে গড়ি দৃঢ় ঈমান।
নবীজির (সা:) প্রেম ও ভালোবাসায় আমায় পবিত্র করো হৃদয় মহিমায়
গড়ি বিশুদ্ধ ঈমান, – হে প্রভু দয়াময় মহান।
রহমতে ভরা এই বিশ্বজাহান – মানবতার কল্যান,
পরম শ্রদ্ধা ভালোবাসায়, জানাই দুরুদ ও সালাম
প্রিয় নবীজির (সা:) শান।
খুলনা গেজেট/এনএম