Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সু – পথ

সুশান্ত সরকার

ত্যাগের বিকল্প নেই এই মায়াময় পৃথিবীতে
ত্যাগের দ্বারাই ভোগ কর
জাগতিক সম্পদে লোভ নাহি রাখ
ত্যাগের অনুপস্থিতে মোহ বাসা বাঁধে,
বাসা বাঁধে আসক্তি।
অতিথি হয়ে আসে দুঃখ, দৈন্য আর অশান্তি।
কামনার শিকল ভেঙ্গে মুক্ত হতে পারেনা মায়াবদ্ধ জীব
কামনা বাসনায় নির্লিপ্ত থাকে অন্তঃস্থ শক্তি
অন্ধকারে নিমজ্জিত থাকে মন ও বুদ্ধি অবিদ্যাকে আশ্রয় করে
কর্ম করে যেতে হয় ভোগের কথা চিন্তা না করে
ত্যাগ ও বৈরাগ্য দ্বারা পরমাত্মাকে লাভ করিবে একথা জানিবে নিশ্চয়
যদি প্রকৃত আনন্দ পেতে চাও ধর্মানুষ্ঠান কর সানন্দ চিত্তে
আশ্রিত হইও না অজ্ঞানে , অন্ধকারাবৃত জগতে

আত্মার স্বরূপকে উপলব্ধি করো
নিশ্চয়ই দূর হবে অজ্ঞানতা
পরমাত্মার দর্শনে দুঃখ আর দুঃখ থাকে না
সকলের প্রতি প্রেম ভাব জাগ্রত হয়
জগৎ হয়ে ওঠে মধুময় !

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন