পাইকগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার বিকালে পৌর সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। পৌর সদরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও প্রধান সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেন।
একই সাথে ব্যবসায়ী ক্রেতা ও সর্বসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমন প্রতিরোধে মাস্ক ব্যবহার করার জন্য সকলকে আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন পেসকার প্রতুল জোয়াদ্দার সহ থানা পুলিশ। এর আগে সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশি চন্দ্র গোলদার।
খুলনা গেজেট/এনএম